নবীজীর হাত মুবারকের স্পর্শে পচন শরীরে মেশক আম্বরের ঘ্রাণ।সুবহান আল্লাহ।
নবীজীর হাত মুবারকের স্পর্শে পচন শরীরে মেশক আম্বরের ঘ্রাণ।
হযরত উতবা ইবনে ফরকদ সুলামী (রা) এর চার স্ত্রী সবসময় নিজেদের গায়ে উন্নতমানের খুশবো মেখে প্রতিযোগীতা করতেন কার শরীর থেকে বেশি খুশবো ছড়ায় । কিন্তু যখন হযরত উতবা ইবনে ফরকদ সুলামী রাঃ ঘরে ঢুকতেন তখন দেখা যেত তার গায়ের খুশবোর কাছে তার স্ত্রীদের ব্যবহৃত খুশবোর কোনো অস্তিত্ব থাকতনা। চারদিকে শুধু হযরত উতবা ইবনে ফরকদ সুলামী রাঃ এর গায়ের খুশবো ছড়িয়ে পড়ত ।
একদিন চার স্ত্রী একত্র হয়ে এর কারন জানতে চাইলে তিনি বলেন-আমিতো কখনও খুশবো লাগায়নি । তবে এর পেছনে রহস্য হল, আমি একসময় কঠিন রোগে আক্রান্ত হলাম, এমনকি আমার শরীর পচনও ধরেছিল । তাই নিরাময়ের জন্য নবীজীর দরবারে ফরিয়াদ করলে নবীজী আমাকে সামনে বসিয়ে জামা উঠাতে বললেন । আমি জামা উঠালে নবীজী তার নূরাণী হাতে ফু দিয়ে আমার পিঠে ও পেঠে মালিশ করে দিলেন । এতে আমার শরীরের রোগ চিরতরে ভাল হয়েছে এবং তখন থেকেই আমার শরীর হতে এই অলৌকিক খুশবো ছড়িয়ে পড়তে থাকে ।
একদিন চার স্ত্রী একত্র হয়ে এর কারন জানতে চাইলে তিনি বলেন-আমিতো কখনও খুশবো লাগায়নি । তবে এর পেছনে রহস্য হল, আমি একসময় কঠিন রোগে আক্রান্ত হলাম, এমনকি আমার শরীর পচনও ধরেছিল । তাই নিরাময়ের জন্য নবীজীর দরবারে ফরিয়াদ করলে নবীজী আমাকে সামনে বসিয়ে জামা উঠাতে বললেন । আমি জামা উঠালে নবীজী তার নূরাণী হাতে ফু দিয়ে আমার পিঠে ও পেঠে মালিশ করে দিলেন । এতে আমার শরীরের রোগ চিরতরে ভাল হয়েছে এবং তখন থেকেই আমার শরীর হতে এই অলৌকিক খুশবো ছড়িয়ে পড়তে থাকে ।
(হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন সুয়ুতী (রহঃ) → খাসায়েসুল কুবরা)
Comments
Post a Comment