দুনিয়া আখিরাতে বাগান।। শিক্ষণীয় পোস্ট!!!
দুনিয়া আখিরাতে বাগান।। শিক্ষণীয় পোস্ট!!!
এক দেশের রাজার মৃত্যু হয়ে গেল। এখন রাজ্যের মন্ত্রীরা রাজা নির্বাচন করবে, কিন্তু তার একটি শর্ত দিল যে, যিনি এই রাজ্যের রাজা হবে তিনি এক বছর এই রাজ্যের রাজত্ব করতে পারবে, পরে তাঁকে এক জঙ্গলে গিয়ে সারা জীবন থাকতে হবে। এই শর্তে কেই ঐ রাজ্যের রাজা হতে চায় না।
ঐ রাজ্যে এক রাখাল ছিল, সে ছিল খুব বুদ্ধিমান। সে ঐ রাজ্যর রাজা হতে রাজী হল। সকলে মিলে
ঐ রাখালকে রাজা বানলো হলো এক বছরের জন্য।
রাখাল করল কি, যেই জঙ্গলে তাকে এক বছর পরে পাঠানো হবে ঐ জঙ্গলে কিছু সৈন্য পাঠালো জঙ্গল পরিষ্কার করার জন্য। এরপর কিছু শ্রমিক পাঠালো মহল তৈরীর জন্য, যেহতু সে রাজা তাই
সকলেই তাঁর হুকুম পালন করে। এভাবে ঐ রাজা কিছু ঘোড়া, হাতি এমন করে তাঁর রাজ্যের অধিকাংশ জিনিস ঐ রাজ্যে পাঠাতে লাগল।
এক বছর শেষ হওয়ার আগেই তাঁর মহল ও তৈরী হয়ে গেল। এবং ঐ জঙ্গল এক নতুন রাজত্যে পরিণত হল যেখানে, সে আজীবন থাকবে। এবং তা আগের রাজত্বের চেয়ে বহুগুণে সুন্দর হল।
তাই এক বছর পর যখন তাঁকে ঐ জঙ্গলে পাঠাবে তখন সে খুশি হয়ে গেল কারণ সে তাঁর ঐ বাসস্থান সাজিয়ে রেখেছে।
এভাবেই বন্ধুরা আল্লাহ আমাদেরকে এই দুনীয়াতে অল্প কিছুদিনের রাজত্ব দিয়ে পাঠিয়েছেন যে, এখানে থেকে আখিরাতকে আমল দিয়ে সাজাতে।
যদি আমরা আমাদের আখিরাতকে এই দুনীয়া থেকে আমল দারা সাজাতে পারি তবে আমাদের মৃত্যুর সময়ও আমরা ঐ রাজার চেয়েও বেশি খুশি
ঐ রাজ্যে এক রাখাল ছিল, সে ছিল খুব বুদ্ধিমান। সে ঐ রাজ্যর রাজা হতে রাজী হল। সকলে মিলে
ঐ রাখালকে রাজা বানলো হলো এক বছরের জন্য।
রাখাল করল কি, যেই জঙ্গলে তাকে এক বছর পরে পাঠানো হবে ঐ জঙ্গলে কিছু সৈন্য পাঠালো জঙ্গল পরিষ্কার করার জন্য। এরপর কিছু শ্রমিক পাঠালো মহল তৈরীর জন্য, যেহতু সে রাজা তাই
সকলেই তাঁর হুকুম পালন করে। এভাবে ঐ রাজা কিছু ঘোড়া, হাতি এমন করে তাঁর রাজ্যের অধিকাংশ জিনিস ঐ রাজ্যে পাঠাতে লাগল।
এক বছর শেষ হওয়ার আগেই তাঁর মহল ও তৈরী হয়ে গেল। এবং ঐ জঙ্গল এক নতুন রাজত্যে পরিণত হল যেখানে, সে আজীবন থাকবে। এবং তা আগের রাজত্বের চেয়ে বহুগুণে সুন্দর হল।
তাই এক বছর পর যখন তাঁকে ঐ জঙ্গলে পাঠাবে তখন সে খুশি হয়ে গেল কারণ সে তাঁর ঐ বাসস্থান সাজিয়ে রেখেছে।
এভাবেই বন্ধুরা আল্লাহ আমাদেরকে এই দুনীয়াতে অল্প কিছুদিনের রাজত্ব দিয়ে পাঠিয়েছেন যে, এখানে থেকে আখিরাতকে আমল দিয়ে সাজাতে।
যদি আমরা আমাদের আখিরাতকে এই দুনীয়া থেকে আমল দারা সাজাতে পারি তবে আমাদের মৃত্যুর সময়ও আমরা ঐ রাজার চেয়েও বেশি খুশি
থাকব, কারণ আমাদের জন্যেও অনন্ত কালের জন্য জান্নাত অপেক্ষা করবে।
আল্লাহ্ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন!!
Comments
Post a Comment