নবীজির পেসাব মোবারক ও বরকতের।।সুবহানাল্লাহ !!!
নবীজির পেসাব মোবারক ও বরকতের।।সুবহানাল্লাহ !!!
সুবহানাল্লাহ !""
উম্মে আয়ামান বারাকাহ
নামে প্রিয় নবীর একজন
দাসী ছিলেন । একদিন ঘরে কাজ
করতে গিয়ে খাটের
নীচে একটি পেয়ালায় কিছু
পানি দেখতে পেয়ে পিপাসার্ত
অবস্থায়
তা খেয়ে ফেললেন । পরদিন
নবীজী উম্মে আয়ামানকে পেয়ালায়
যা আছে তা বাহিরে ফেলে দেয়ার
জন্য
বললে উম্মে আয়ামান বলেন হুযুর
আমিতো তা পান
করে নিয়েছি ।
একথা শুনে নবীজি হাসলেন
এবং এরশাদ করলেন, উম্মে আয়ামান,
এর বরকতে তোমার
পেটে আর কোনোদিন রোগ
ব্যাধি হবেনা এবং তোমার
পেট কোনোদিন দোযখের
আগুনে স্পর্শ করবেনা ।
উল্লেখ্য যে উম্মে আয়ামান যা পান
করেছিলেন
তা কোনো সাধারণ পানীয়
ছিলনা বরং তা ছিলো প্রিয়
নবীজী প্রশ্রাব
মুবারক !
সুবহানাল্লাহ !
{ সূত্রঃ দালায়েলেলুন নবুয়ত, ২য়
খন্ড-৪৪৪পৃঃ,
আল মাওয়াহেব, ২য় খন্ড-৩১৭ পৃঃ,
সিরাতে হালভীয়া, ২য়
খন্ড-২৮ পৃঃ, যুরকানী ৪র্থ খন্ড-২৩১
পৃঃ, আল মুস্তাদরাক, ৪র্থ খন্ড-৬৪ পৃঃ,
আনওয়ারে মোহাম্মদিয়া, ২১৯ পৃঃ
উম্মে আয়ামান বারাকাহ
নামে প্রিয় নবীর একজন
দাসী ছিলেন । একদিন ঘরে কাজ
করতে গিয়ে খাটের
নীচে একটি পেয়ালায় কিছু
পানি দেখতে পেয়ে পিপাসার্ত
অবস্থায়
তা খেয়ে ফেললেন । পরদিন
নবীজী উম্মে আয়ামানকে পেয়ালায়
যা আছে তা বাহিরে ফেলে দেয়ার
জন্য
বললে উম্মে আয়ামান বলেন হুযুর
আমিতো তা পান
করে নিয়েছি ।
একথা শুনে নবীজি হাসলেন
এবং এরশাদ করলেন, উম্মে আয়ামান,
এর বরকতে তোমার
পেটে আর কোনোদিন রোগ
ব্যাধি হবেনা এবং তোমার
পেট কোনোদিন দোযখের
আগুনে স্পর্শ করবেনা ।
উল্লেখ্য যে উম্মে আয়ামান যা পান
করেছিলেন
তা কোনো সাধারণ পানীয়
ছিলনা বরং তা ছিলো প্রিয়
নবীজী প্রশ্রাব
মুবারক !
সুবহানাল্লাহ !
{ সূত্রঃ দালায়েলেলুন নবুয়ত, ২য়
খন্ড-৪৪৪পৃঃ,
আল মাওয়াহেব, ২য় খন্ড-৩১৭ পৃঃ,
সিরাতে হালভীয়া, ২য়
খন্ড-২৮ পৃঃ, যুরকানী ৪র্থ খন্ড-২৩১
পৃঃ, আল মুস্তাদরাক, ৪র্থ খন্ড-৬৪ পৃঃ,
আনওয়ারে মোহাম্মদিয়া, ২১৯ পৃঃ
আল্লাহ আমাদের নবীজির গোলাম হিসেবে কবুল করেন আর দয়াল নবীর মহাব্বত হৃদয়ে পয়দা করে দেন। আমিন।
Comments
Post a Comment