উপুর হয়ে সুয়ে থাকা ব্যক্তি জাহান্নামি কেন...??

উপুর হয়ে সুয়ে থাকা ব্যক্তি জাহান্নামি কেন...?? 


সুবহান আল্লাহ!! নবীজির হাদিস বিজ্ঞান দ্বারা প্রমাণিত!!
আজ থেকে ১৫০০ বছর আগে দয়াল নবী আমাদের জীবন যাপন করার জন্য সকল প্রকার বিধান দিয়ে গেছেন। আজকে ১৫০০ বছর পরে আধুনিক বিজ্ঞান সেই দয়াল নবীর রেখে যাওয়া হাদিস কোরআনের কথাই বলছে।আমার দয়াল নবী (সঃ) আসলেই জ্ঞানের সাগর। যার জ্ঞান অতুলনীয়।
‪#‎আল্লাহর‬ নবী বলছেন- আমি জ্ঞানের শহর,আর সেই শহরের প্রবেশ দ্বার হল আলী ।। সুবহান আল্লাহ।
‪#‎হযরত‬ আবু উমামা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এক উপুড় ( পিঠ উপরে দিয়ে ) হয়ে শুয়া থাকা ব্যাক্তির পাশ দিয়ে গমন করছিলেন, তখন তিনি (রাসূল দঃ) তাঁর পায়ে আঘাত করে ফরমালেন, উঠ ! এটা জাহান্নামীদের শোয়া। আর্থাত এই রকম করে শয়ন করা আল্লাহ তা’য়ালা খুবি অপছন্দ করেন (ইবনে মাজাহ-৮৫৩৭)
# আর ডা: শাস্ত্র এই বিষয়ে সতর্ক করে বলেন,এইভাবে শয়ন করলে বুক নিচে চেপে থেকের কারনে, ধীরে ধীরে হার্ড দুর্বল হয়ে পডে। এবং ফোঁসফোঁসে ও সমস্যা দেখা দিতে পারে।
আমাদের সবার উচিত আমাদের যাদের এমন বদ অভ্যাস আছে আজ থেকেই তা ত্যাগ করা। আর আল্লাহ্‌র দরবারে তওবা করা। আল্লাহ্‌র কসম করে বলছি দয়াল নবীর মুখের কথা মিথ্যা হতে পারে না।
সবাইকে শেয়ার করে জানিয়ে দিন।। আল্লাহ্‌র আমদের কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক ভিক্কা দান করুন!!

Comments

Popular posts from this blog

নবী প্রেমের ৪১টি পুষ্প!! কিছু গুরুত্বপূর্ণ দরূদ শরীফ ও তার ফজিলত।।

হযরত আলাউদ্দিন আহমদ সাবের কালিয়ার (র) বড় পীরের পর সবচেয়ে জালালি ফায়েজের আউলিয়া।।

হযরত শাহ আলী বোগদাদী (রহঃ)