Posts

Showing posts from October, 2016

নারীর সুগন্ধি/পারফিউম ব্যবহার নিয়ে ইসলাম কী বলে??

Image
<3 <3 নারীর সুগন্ধি/পারফিউম ব্যবহার নিয়ে ইসলাম কী বলে?? <3 <3 ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থ্যাৎ একই বিধান।)।। নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ঐ সুগন্ধ কোন পরপুরুষ না পান। অর্থ্যাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে (স্বামীর সাথে বাইরে বের হলেও) তা পরপুরুষ বুঝতে পারবে। তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দারর বিধান রক্ষা করা হলো না। . রাসুল (সাঃ) বলেছেন- “পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন যিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে” (আহমাদ ৪/৪১৮, ছহীহুল জামে হাদীছ ১০৫)। . পর্দার সাথে হলেও মহিলা পারফিউম বা সেন্ট জাতীয় কোন সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারে না। কারণ তাতে ফিতনা আছে। মহানবী (সঃ) বলেছেন, “প্রত্যেক চক্ষুই ব্যাভিচারী। আর মহিলা যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে কোন (পুরুষের)মজলিসের পাশ দিয়ে অতি...

পরকিয়া নিয়ে ইসলাম কি বলে!!!

Image
<3 <3 <3 পরকিয়া নিয়ে ইসলাম কি বলে!!! <3 <3 <3 # #পরকিয়া কি............??? নিজ স্ত্রী বা স্বামীকে রেখে পর নারী বা পুরুষের সাথে অবৈধ মিলনকে পরকীয়া বলে। দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবার সর্বত্রই ভয়ানক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে এই অভিশপ্ত অভিসার। আবাসিক হোটেল, গেস্ট হাউজ, মিনি চাইনিজ রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র আর বিভিন্ন গার্ডেনে দেখা মিলছে এসব নিষিদ্ধ জুটির। পরকীয়ার জেরে দাম্পত্য কলহের ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে সন্তানদের উপর। এর বিষবাষ্পে ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে সাজানো গোছানো সোনার সংসার। তাই এখনই ভাবতে হবে এর প্রতিকার ব্যবস্থা নিয়ে। নতুবা এর চরম খেসারত দিতে হবে অনাগত প্রজন্মকে। বাস্তব কথা হলো ইসলামী অনুসাশনই রুখে দিতে পারে পরকীয়ার ভয়াল থাবাকে। পারে পরকীয়ার ভাইরাসকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে। কিন্তু নির্মম বাস্তবতা হলো যে ইসলামই ...

বিয়ে ও দেনমোহরের ব্যাপারে শরিয়ত কি বলে!!!

Image
<3 <3 <3 বিয়ে ও দেনমোহরের ব্যাপারে শরিয়ত কি বলে!!! বিয়ে একটি সামাজিক বন্ধন। বিয়ের মাধ্যমে মিলন হয় ২টি মানুষের ২ টি পরিবারের। -অনেকেই ঢালাও ভাবে বলে থাকে, বিয়ে করা ফরজ। চলুন জেনে নেই , বিয়ে করার বিধান- # #ফরজ : - যার আর্থিক ও শারীরিক ক্ষমতা আছে এবং বিয়ে না করলে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য বিয়ে করা ফরজ। # #হারাম :- যার আর্থিক ও শারীরিক ক্ষমতা নেই, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ভয়ও নেই, তার জন্য বিয়ে করা হারাম। # #সুন্নাত :- যার আর্থিক ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা আছে এবং অশ্লীল কাজে লিপ্ত হওয়ার কিছুটা ভয়ও আছে, তার জন্য বিয়ে করা সুন্নাত। # #মুস্তাহাব :- যার আর্থিক ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা আছে এবং অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ভয়ও নেই , তার জন্য বিয়ে করা মুস্তাহাব। # #মাকরূহ :- যার শারীরিক ক্ষমতা নেই, শুধু আর্থিক ক্ষমতা আছে, তার জন্য বিয়ে করা মাকরূহ। . ✔ শারীরিক ক্ষমতা মানে = যৌবনশক্তি . . . । ✔ আর্থিক ক্ষমতা মানে = স্ত্রী ও নিজের ভরণপোষণ . . । যারা সব থাকা...