Posts

Showing posts from April, 2017

শরিয়াতের দৃষ্টিতে নববর্ষ পালন করা হারাম!! পালনকারী মুশরেক।।

Image
                  পহেলা বৈশাখ পালন করা  হারাম !! হারাম!!! হারাম!!!   অসুস্থ সংস্কৃতি নববর্ষ!!বড়ই দুঃখের বিষয় আমরা মুসলমান হয়ে বিধর্মীদের বানানো সংস্কৃতি নিয়ে কত মাতামাতি করছি অথচ আমাদের কত বড় বড় ধর্মীয় সংস্কৃতি কত বরকতপূর্ন সেই গুলার আমাদের খবর নাই!! আজ থেকে ৪০০ শত বছর আগে মোঘল সম্রাট আকবরের আমলে চালু হওয়া এ বিধর্মি সংস্কৃতি এত ঢাক ঢোল পিটিয়ে পালন করছে অথচ আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হত না সেই নূর নবীজির ঈদে মিলাদুন্নবি কয়্জনে পালন করেছেন..…??করেন নাই!!!আজকে নববর্ষ উপলক্ষে আপনার বাসায় ভাল ভাল খাবার পোলাও কোরমা ইলিশ ভাজা অনেক বন্ধু বান্ধব আত্নীয় স্বজন সবাই দাওয়াত খেতে এসেছে অথচ মিলাদুন্নবীতে কয়জনলে দাওয়াত করেছেন ..…?? কাউকেই করেন নাই!!!তার মানে আপনি মুসলমান হয়ে বিধর্মীদের অনুষ্ঠানকে বেশী প্রাধান্য দিচ্ছেন…আর আপনার এত বড় এত মর্যাদাপূর্ন একটা নিজের সংস্কৃতি কেয়ারই করছেন না..…।তাহলে কি আমরা নামেই মুসলমান!!আপনি যদি এই কাজ গুলা ঈদে মি...